স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার বালিছাপড়া গ্রামে ইব্রাহিম খলিল (৩) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। গতকাল শনিবার সকালে বাড়ির উঠানে খেলা করার এক পর্যায়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির ঘণ্টাখানেক পরে সে পানিতে ভেসে উঠলে পরিবারে লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয়। সে ওই গ্রামের বাদল উল্লার পুত্র বলে জানা গেছে।