নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরতলী আনমুনো গ্রামে ছালিক মিয়ার ৩ তলা নির্মাণাধীন বিল্ডিংয়ে কাজরত অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের এক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে এই মৃত্যুর ঘটনাটি ঘটে।
জানা যায়, বিদ্যুৎপৃষ্ট হয়ে সদর ইউনিয়নের সৈইতপুর গ্রামের আব্দুস সাঈদ (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। কাজরত অবস্থায় অন্যান্য শ্রমিকরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুস সাঈদের মৃত্যুতে পরিবার ও পরিজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।