স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেন, মান সম্পন্ন শিখন নিশ্চিত করার স্বার্থে অভিভাবকসহ শিক্ষা সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি জরুরী বলে তিনি অভিমত ব্যক্ত করেন। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিডিং এনহেন্সমেন্ট ফর এডভান্সিং ডেভেলপমেন্ট (রিড) প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উন্নয়ন সংস্থা এফআইভিডিবি’র সহযোগী পরিচালক সমিক সহিদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফআইভিডিবি রিড প্রকল্পের ফোকাল পারসন জিয়াউর রহমান শিপার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল রউফ, পিটিআই সুপারিনট্যানড্যান্ট মোঃ নজরুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা প্রাথমিক কর্মকর্তা মোঃ মাসুদ ভূইয়া এবং আবু জাফর মোঃ ছালেহ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রিড কর্মসূচীর সমন্বয়ক দেবাশীষ দত্ত প্রবাল।
উল্লেখ্য, প্রাথমিকভাবে হবিগঞ্জ জেলার বাহুবল এবং চুনারুঘাট উপজেলায় ইউএসএআইডি’র অর্থায়নে ও সেভ দ্যা চিলড্রেন এর কারিগরি সহায়তায় সরকারী-বেসরকারী উদ্যোগের সমন্বয়ে রিড প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে উন্নয়ন সংস্থা এফআইভিডিবি।