স্টাফ রিপোর্টার ॥ জেলা ব্রাডিংয়ের আওতায় বেকারমুক্ত জেলা গঠনের লক্ষ্যে দক্ষতা ও কর্মসংস্থান বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জুমে সংযুক্ত ছিলেন সিলেট বিভাগের কমিশনার (এনডিসি) মোঃ মশিউর রহমান, এটুআই এর যুগ্ম সচিব (ই-গর্ভন্সে) মন্ত্রী পরিষদ বিভাগ ও যুগ্ম প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। জেলা প্রশাসনের আয়োজনে ও ফিউচার অব ওয়ার্ক ল্যাব, এটুআই প্রোগ্রামের সহযোগিতায় কর্মশালায় এছাড়াও উপস্থিত ছিলেন ১৩টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, ১২টি সরকারি-বেসরকারি দক্ষতামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ১৫ জন শিক্ষিত বেকার যুবক। এ সময় শিল্প প্রতিষ্ঠানের চাহিদা ও দক্ষতামূলক প্রতিষ্ঠানে প্রদত্ত প্রশিক্ষণের যে দূরত্ব রয়েছে তা ফুটে ওঠে। কর্মশালায় বলা হয়, বেকারমুক্ত জেলা গঠনের লক্ষ্যে জেলা ব্র্যান্ডিংয়ের আওতায় পর্যটন এবং শিল্পে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করতে হবে। পর্যটন এবং শিল্পে কী ধরনের লোকবলের চাহিদা আছে, সে বিষয়ে শিল্পোদ্যোক্তাদের মতামত জানতে চাওয়া হয়। তাদের চাহিদার ভিত্তিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রোগ্রাম এবং বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় দক্ষ জনবল গঠনের বিষয়ে কর্মশালায় গুরুত্বারোপ করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ মশিউর রহমান।