স্টাফ রিপোর্টার ॥ জমে উঠেছে হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন। মহামারী করোনা ভাইরাসের কারনে আদালত বন্ধ থাকায় নির্বাচন অনুষ্ঠিত হতে বিলম্ব হয়। তবে আগামী ১৫ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ উপলক্ষ্যে গত কয়েকদিন আগে থেকেই প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন। সভাপতি, সম্পাদক প্রার্থীসহ সকল প্রার্থীরা ইতোমধ্যে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। রীতিমতো নির্বাচনকে ঘিরে আদালত প্রাঙ্গণে উৎসবের আমেজ বিরাজ করছে। জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে লড়ছেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এডভোকেট আবুল মনসুর, বিএনপি সমর্থিত প্রার্থী এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এডভোকেট শামসুল হক, শেখ ফরহাদ এলাহি সেতু ও মোস্তফা মিয়া। এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে লড়ছেন আজিজুর রহমান আজিজ ও আবুল ফজলসহ আরও কয়েকজন। অপরদিকে দপ্তর, লাইব্রেরীসহ অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। মোট ভোটার ৫৮১জন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র আইনজীবি এডভোকেট নুরুল আমিন। গত বুধবার মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল।