স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক আব্দুল হান্নান এর পিতা নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নের কারখানা গ্রামের প্রবীণ মুরুব্বি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ময়না মিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ্য হয়ে পড়লে ইংল্যান্ডের ওল্ডহ্যাম রয়েল হসপিটালে বর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় ২ অক্টোবর দিবাগত ভোর রাত ৩.৩৫ মিনিটে (ইংল্যান্ড সময়) ইন্তেকাল করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ৪ অক্টোবর বাদ জোহর ওল্ডহাম মদীনা মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে জানাযা নামাজ শেষে চ্যাটারটন সেমিটারী কবরস্থানে দাফন করা হবে।