আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে এক মাদ্রাসা ছাত্রীর ইয়াসমিন বেগম ((১৮) এর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ইয়াসমিন উপজেলার বহরা ইউনিয়নের মেরাশানী গ্রামের মৃত নূর হোসেন মেসতুরির মেয়ে। সে স্থানীয় মনতলা ইসলামিয়া মহিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। স্থানীয় ইউপি সদস্য ও নূর হোসেন এর প্রতিবেশী আব্দুর রাজ্জাক তিতন মেম্বার জানান ইয়াসমিন ২ অক্টোবর শুক্রবার বিকেলে তার দুই বান্ধবীর সাথে তাদের বাড়িতে মনতলা রেল কলোনি আফজলপুর বেড়াতে যায়। পরে শনিবার সকাল ৭ টার দিকে একজন ফেরিওয়ালা মনতলা মাধবপুর সড়কের মেরাশানী নামক স্থানে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দিলে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ইয়াসমিনকে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করলে তার স্বজনরা ইয়াসমিনকে হাবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানান সকাল সাতটার দিকে মাদ্রাসায় যাওয়ার সময় মনতলা মাধবপুর সড়কে চলাচল রত কোন যানবাহন তার বাড়ির অদূরে তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তার ভাই ও মা প্রথমে মাধবপুর ও পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর থানা পুলিশ তার সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া তার মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়। এ বিষয়ে আমরা তদন্ত অভিযান অব্যাহত রেখেছি। মৃত ইয়াসমিন বেগম উপজেলার বহরা ইউনিয়নের মেরাশানী গ্রামের মৃত নূর হোসেনের কন্যা। মনতলা ইসলামিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম জানান ইয়াসমিন গত তিন মাস পূর্বে মাদ্রাসায় ভর্তি হলেও সে গড়ে ১০ দিনও মাদ্রাসায় ক্লাস করেনি। তার বিষয়ে তার পরিবার ও গার্জিয়ান দের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানাতো অসুস্থতার জন্য সে ক্লাস করতে পারেনি।