স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছের সুস্থতা কামনায় শ্রীশ্রী নরসিংহ জিউ মন্দির (ইসকন) ও হবিগঞ্জ শনি মন্দিরে প্রার্থণা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধার পর এই প্রার্থণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য গীরেন্ড চন্দ্র রায়সহ মন্দিরের ভক্তবৃন্দ। এ সময় মন্দিরের ভক্তরা বলেন- আলহাজ্ব জি কে গউছ কোন ধর্মের গন্ডির ভিতরে সীমাবদ্ধ ছিলেন না। তিনি সকল ধর্ম-বর্ণের উর্ধ্বে উঠে হবিগঞ্জ পৌরসভায় দায়িত্ব পালন করেছেন। তিনি হবিগঞ্জের সকল মন্দিরের উন্নয়নে কাজ করেছেন। তিনি সুস্থ হয়ে আজীবন মানুষের সেবা করে যাবেন সেই প্রার্থণাই আমরা করছি।