প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে হবিগঞ্জ জেলা ওলামাদল। এ উপলক্ষ্যে গতকাল বুধবার সকাল ১১টার দিকে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনাতয়নে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা ওলামাদল সভাপতি ক্বারী মোঃ করিব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা কাশেম বিল্লাহ নোমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল হাসিম। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম ইসলাম তরফদার তনু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ আহমুদুর রহমান আবদাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডকোটে মোঃ এনামুল হক সেলিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডঃ কামাল উদ্দিন সেলিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্বাস উদ্দিন।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডঃ আব্দুল হাই, জেলা তাঁতীদল সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, হবিগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ হারুন, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি হাসবি সাঈদ চৌধুরী, জেলা যুবদলের সহ-সভাপতি ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ সালাউদ্দিন টিটু, জেলা স্বেচ্ছাসেবকদল সিনিয়র যুগ্ম সম্পাদক সৈয়দ মোঃ সোহেল, যুগ্ম সম্পাদক এডঃ কুতুব উদ্দিন শামীম, জেলা ওলামাদলের সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ নোমান কবির, মাওঃ মুফতি সুলতান, সদর উপজেলা ওলামাদল সাধারণ সম্পাদক মাওঃ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ ওসমান গণি, বাহুবল উপজেলা ওলামাদল যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ শাহিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রুবেল খান, জেলা তাঁতীদল সাংগঠনিক সম্পাদক একেএম রাজিব, সদর উপজেলা তাঁতীদল আহ্বায়ক জিল্লুর রহমান জিলু, যুগ্ম আহ্বায়ক মীর কামরুজ্জামান রুবেল, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম সোহেল, পৌর তাঁতীদল আহ্বায়ক লিটন সরকার, পলিটেকনিক ছাত্রদলের আহ্বায়ক ইমন মিয়া, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ রাসেল, বড়ইউড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-মৎস্যজীবি বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা অলিউর রহমান অলি, সহ-কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রব আপন, স্বেচ্ছাসেবকদল নেতা বাবুল আহমেদ বাবু, জাহাঙ্গীর আলম, আব্দুস সালাম শামীম, আবুল কামাল আজাদ সুমন প্রমূখ।
প্রধান অতিথি’র বক্তব্যে আবুল হাসিম বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে জন্য বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে বেগম জিয়া ও তারেক রহমানের নিদের্শে সকল কর্মসূচি পালন করতে হবে। তিনি বলেন, সারা দেশে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে গণজাগরণের সৃষ্টি হয়েছে। তাই জননেতা তারেক রহমানের নির্দেশে কাউন্সিলের মাধ্যমেই আগামীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা নির্বাচিত হবে।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ূ ও শারীরিক সুস্থ্যতা কামান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামান করে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।