স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের গোসাইপুরে ইউনুছ মিয়া নামে এক ব্যক্তিকে সাপে দংশন করেছে। মুমূর্ষু অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় ওই এলাকার একটি হাওরে সে গরুর ঘাস কাটতে যায়। এ সময় একটি বিষধর সাপ তাকে ধংশন করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।