নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ সোমবার ভোররাতে অভিযান চালিয়ে উপজেলার মংলাপুর হাওর এলাকা থেকে ৩ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী কদর মিয়া (৩৮)কে গ্রেফতার করেছে।
পুলিশ সুত্রে জানা যায়, ২০১২ সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা এলকায় ডাকাতিকালে স্থানীয় জনতা মালামালসহ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মংলাপুর গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে কদর মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয়। পরে ওই মামলায় সুনামগঞ্জ আদালতের বিজ্ঞ বিচারক ডাকাত কদর মিয়ার অনুপস্থিতিতে ৩ বছরের কারাদন্ড প্রদান করেন।