স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের কালনী গ্রামের সাবেক মেম্বার আঃ রেজ্জাক ও একই গ্রামের জিতু মিয়ার (কাজীগোষ্ঠী ও কাজী বাড়ি) মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হয়েছে। তাদের মাঝে গত ১০ বছর যাবত, জমিজমা, রাস্তা এবং আধিপত্য বিস্তার নিয়ে মারামারি হয়। উভয় পক্ষের মধ্যে অন্তত ৭/৮ টি মামলা মোকদ্দমা চলমান আছে।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ রবিউল ইসলাম, পিপিএমের নেতৃত্বে কালনী গ্রামের বিরোধ মীমাংসার জন্য পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়। তারই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ রবিউল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে অফিসার ইনচার্জ এবং বিট অফিসার এসআই মোঃ জুয়েল সরকার উভয় পক্ষকে বিরোধ মীমাংসার লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রাখেন। গতকাল মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল হবিগঞ্জ কার্যালয় প্রাঙ্গনে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, পিপিএম এর সভাপতিত্বে উভয় পকে নিয়ে খোলামেলা পরিবেশে আলোচনা করে বিরোধ সমাধান হয়।
উক্ত আলোচনায় হবিগঞ্জের বিশিষ্ট মুরুব্বী হাজী রইছ মিয়া, মশিউর রহমান শামিম, রিচি ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াস, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান আওয়াল, কাজল আহমেদ, সারাজ মিয়া সহ হবিগঞ্জ সদর ও রিচি ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুলিশের উদ্যোগে কালনী গ্রামের দীর্ঘদিনের বিরোধ মীমাংসা হওয়ায় এলাকাবাসী অত্যন্ত আনন্দিত এবং পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেন।