মাধবপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা উদ্ধার
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ধর্মঘরের কালিকাপুর এলাকা থেকে বুধবার ভোরে ৪০০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ২ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সামীউন্নবী চৌধুরী জানান, বোধবার ভোরে ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক ধর্মঘর বিওপির সুবেদার আবু বক্করের নেতৃত্বে বিজিবির একটি টহলদল ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪শ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।