প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সেবা কার্যক্রম পরিদর্শন ও চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন জেলা পরিষদ চেয়ারম্যান জেলা বিএমএ সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার চুনারুঘাট পরিদর্শনে যান। সেখানে সিভিল সার্জন ডা এ কে এম মুস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল, প্রশাসনিক কর্মকর্তা শাহ আলম, নিখিল রন্জন শর্মা, ইউ এইচ এফপিও ডাঃ মোজাম্মেল হুসেন প্রমূখ। সভায় প্রধান অতিথি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীকে আন্তরিকভাবে সেবা দেয়ার আহবান জানান। তিনি কোভিড-১৯ মোকাবেলায় অবদান রাখায় ডাক্তার, নার্স সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দেন।