মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে উপজেলা বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ইউএইচও ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরান এর সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং ইউ এস এ আইডি’র মামনি এমএনসিএসপি সেভ দ্য চিলড্রেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের আর এম ও ডা. প্লোটো চক্রবর্তী, জাতীয় ইমাম সমিতির সভাপতি কাজী মুফতি আতাউর রহমান, মা-মনির প্রতিনিধি এবং স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সভায় জানানো হয় ভিটামিন এ’প্লাস লাল ও নীল ক্যাপসুল অক্টোবর মাসের ৪তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত নির্ধারিত শিশুদেরকে খাওয়ানো হবে।