স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী নেতা কর্মীদের সম্পৃক্ত করতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর কাছে তালিকা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে এ তালিকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকটে আবুল হাশেম মোল্লা মাসুম, সাবেক এমপি এডভোকটে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীসহ প্রমুখ নেতৃবৃন্দ।