আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জের সদর উপজেলার রিচি গ্রামের প্রবেশ সড়কের পাশে বটগাছের পাশ থেকে বিপুল ইয়াবাসহ ১ ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুল ইসলামের দিকনির্দেশনা গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে গোয়েন্দা পুলিশের এসআই মোজাম্মেল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিস মরণ নেশা ইয়াবাসহ আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হল- রিচি আইরাকোণা গ্রামের মন্নাফ মিয়ার পুত্র শাহ আলম (২১) কে বিক্রিয় কালে হাতেনাতে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এ ব্যাপারে জেলা গোয়েন্দার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুল ইসলাম জানান, ‘মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার জিরো টলারেন্স ঘোষণা করেছেন। জেলা থেকে মাদক নির্মূলে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।