স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর আলমবাজার সংলগ্ন তারা মিয়া জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে নির্মাণ কাজ উদ্বোধন করেন মসজিদের প্রতিষ্ঠাতা হবিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নূরুল আমিন ওসমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মক্রমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া, চৌধুরীবাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের খতিব এমএ মজিদ ফিরোজপুরী, ডাঃ এমএ রউফ, সাবেক কমিশনার মোঃ শামছু মিয়া, রোটারিয়ান মোঃ নোমান মিয়া, মুফতী শাহ আলম জিহাদী, মাওলানা রোমান চৌধুরী, মোঃ জানে আলম, শাহ আলম মিয়া, মোঃ ইমরান মিয়া, নূরুল হক, মোঃ ইউসূফ মিয়া, শামীম আহমেদ, মিজানুর রহমান মিজান, মোঃ ফুল মিয়া, সিরাজুল ইসলাম জীবন, মোঃ মুজিবুর রহমান, মোঃ জিতু মিয়া, মোঃ মোতাব্বির মিয়া, জাহিদুল ইসলাম শিহাব, সার্বেয়ার ইকবাল আহমেদ, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ শাহরাজ, মোঃ মোশরেফ মিয়া, মোঃ আব্দুর শহীদ, মোঃ আফজাল মিয়া, মোঃ ইব্রাহিম মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন চৌধুরীবাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের খতিব এমএ মজিদ ফিরোজপুরী। প্রসঙ্গত, আলমবাজার সংলগ্ন এলাকায় কোন মসজিদ নেই। তাই ওই এলাকার লোকজনতে সঠিক সময়ে নামাজ আদায় করতে বিড়ম্বনায় পড়তে হয়। বিষয়টি অনুধাবন করে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নূরুল আমিন ওসমান আলমবাজার সংলগ্ন তার পৈত্রিক জায়গায় একখানা মসজিদ ও মাদ্রাসা নির্মাণের সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী শুক্রবার তিনি মসজিদ নির্মাণ কাজ উদ্বোধন করেন। এছাড়া মসজিদ ও মাদ্রাসা নির্মাণের জন্য যে জায়গা তিনি নির্ধারণ করেছেন ওই জায়গা তারা মিয়া জামে মসজিদ এবং গুলজাহান বিবি হাফিজিয়া সুন্নীয়া মাদ্রাসার নামে ওয়াকফ্ করে দিয়েছেন।