বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত হবিগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা আহমেদ আলী মুকিব ॥ ফ্যাসিস্ট শেখ হাসিনা সব ধ্বংস করে দিয়েছে নবীগঞ্জে কনকর্ড প্রগতী কনসোর্টিয়াম লিমিটেডের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ঢাকা গাউছিয়ায় ভুবেন মিলে দূর্ঘটনায় নবীগঞ্জের যুবক শেখ দিলাবর রহমান মৃত্যুর সাথে লড়াই করছে নবীগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন চুনারুঘাটের গাজীপুরের ডুলনা গ্রামে শীতবস্ত্র বিতরণ ও চক্ষু শিবির অনুষ্ঠিত ওয়েডিং ফটোগ্রাফার’স অব হবিগঞ্জের কমিটি গঠন শহরে আমোদ ফূর্তিকালে জনতার হাতে যুবক-যুবতী আটক বাহুবলের আকিজ কোম্পানীতে গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ৪ মাধবপুরে দেড় মণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

যুবলীগ সভাপতি ও তার ভাইকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সভা

  • আপডেট টাইম রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি ও তার ভাইকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সভা করেছেন এলাকাবাসী। গতকাল শনিবার বিকেলে শহরের নোয়াহাটি এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অমূল্য রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুজিত বণিক। প্রতিবাদ সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সুধাংশু সূত্রধর। বক্তব্য রাখেন বিমল দত্ত, গৌতম রায়, সজল দাশ ও সুভাষ আচার্য্য প্রমুখ।
বক্তারা বলেন, ২৫ বছরেরও বেশি সময় ধরে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম ও তাদের পরিবার ওই এলাকায় সুনামের সাথে বসবাস করে আসছেন। তিনি ওই এলাকার উন্নয়নসহ সামাজিক কর্মকাণ্ডে সব সময় সহযোগিতা করছেন। ওই এলাকায় প্রকৌশলী, আইনজীবী, ব্যবসায়ী, চিকিৎসকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বসবাস করে থাকেন। ওই এলাকাটি সনাতন ধর্মাবলম্বীদের এলাকা হিসেবে পরিচিত। ওই এলাকায় ভাড়াটিয়াসহ প্রায় ৪৫৭টি পরিবার বসবাস করে। এরই ধারাবাহিকতায় এলাকায় শান্তি শৃংখলা রক্ষায় এলাকাবাসি কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে নিজস্ব তহবিল সংগ্রহ করে পাহারাদার নিয়োগের ব্যবস্থা করেছেন। এখানে কোনো চুরি, ডাকাতি ও অসামাজিক কাজ হয় না বললেই চলে। সম্প্রতি করোনা পরিস্থিতিতে অনেক ভাড়াটিয়া চলে গেলে কমিউনিটি সার্ভিসটি অক্ষুন্ন রাখতে এলাকাবাসী বৈঠকের মাধ্যমে প্রত্যেকের আর্থিক স্বচ্ছলতা অনুযায়ী ২শ, ১শ ও ৫০ টাকা হারে চাঁদা নির্ধারণ করা হয়। প্রতিমাসে ৩৭ হাজার টাকা চাঁদা উত্তোলন করা হয় এবং পাহারাদার ও সংগ্রহকারীর বেতন ও অন্যান্য খরচ বাবদ খরচ হয় ৩৬ হাজার টাকা। অবশিষ্ঠ টাকা এলাকার সামাজিক ও সেবামূলক কার্যে ব্যয় করা হয়। কিন্তু আমার হবিগঞ্জ পত্রিকায় গত ১২ সেপ্টেম্বর ও ৩ আগষ্ট যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম ও তার ভাই এমদাদুর রহমান বাবুলকে জড়িয়ে ব্যক্তিগত আক্রোশে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে। তারা বলেন, এতে আতাউর রহমান সেলিম ও তার পরিবারকে হয়রানির চেষ্টায় লিপ্ত রয়েছে একটি কুচুক্রি মহল। বক্তারা উক্ত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানান।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শ্রীকান্ত দেব, অমিয় চন্দ্র রায়, বিন্দু দাশ, বিমল বণিক, অমল পাল, রমাকান্ত দাশ, অসীম চৌধুরী, অমৃত লাল সূত্রধর, গোপাল সূত্রধর, রবি সরকার, প্রণয় চৌধুরীসহ দুই শতাধিক মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com