স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের তাড়ালিয়া গ্রামে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র চন্দ্র গোপের পরিবারের সম্পদ গ্রাস করতে মরিয়া হয়ে উঠেছে। ওই পরিবারের লোকজনকে মারপিট, হুমকি ও গ্রামে চলাফেরা করতে বাঁধা দেয়া হচ্ছে। বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে ওই পরিবারটিকে নাজেহাল করা হচ্ছে। ফলে ওই গ্রামে বাস করাই তাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে। এনিয়ে পুলিশ, চেয়ারম্যান, মেম্বার, পঞ্চায়েতের লোকজনের কাছে ধর্না দিয়েও কোন লাভ হচ্ছে না। উপরোন্ত প্রভাবশালী মহলটি গত ৪ সেপ্টেম্বর দুপুরে ওই পরিবারটির ভূমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করার অপচেষ্টা চালায়। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র চন্দ্র গোপের ভাই সুধীর গোপের ছেলে সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শুভ্র গোপ নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। এরপূর্বে শুভ্রর বড় ভাই সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুচিত্র গোপকে মার্চ মাসে মারাত্মক মারধোর করা হয়। অভিযোগকারী শুভ্র গোপ প্রথম আলো বন্ধুসভা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতিও ছিলেন। অভিযোগে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর তাড়ালিয়া গ্রামে একদল লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় হামলাকারীরা প্রায় ৫০ হাজার টাকা মূল্যের বাঁশ ও গাছ কেটে ফেলে। সেই সাথে মাটি কেটে রাস্তা নির্মাণের চেষ্টা চালায়। প্রতিবাদ করলে জহুর আলী শুভ্রর পরিবারের উপর হামলা চালানোর চেষ্টা করে। শেষপর্যন্ত দৌঁ দিয়ে প্রাণ রক্ষা করতে হয় তাদের। গত মার্চ মার্চের ২০ তারিখে শুভ্র গোপের বড় ভাই সুচিত্র গোপকে একা পেয়ে মারাত্মক রক্তাক্ত জখম করা হয়। শুভ্র গোপ জানান, আমরা পুলিশের কাছে অভিযোগ করতে গেলে গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুল হক মুকুল তাদেরকে উপযুক্ত বিচারের আশ্বাসে আটকে দেন। কিছুদিন পর আবারো তার কাছে শুভ্রর পরিবারের লোকজন গেলে মুকুল তাদেরকে বলেন, ‘আঘাত দেড় ইঞ্চি না দাবলে পুলিশ মামলা নেবে না। তাছাড়া আমার চেয়ে বড় বিচার কেউ দিতে পারবে না।’
শুভ্র আরো বলেন, ‘আমরা পুলিশের কাছে যেতে চাইলে গ্রামের পঞ্চায়েতের গুটিকতেক মুরুব্বি আমাদের বাঁধা দেয়। আমাদেরকে মারপিট করে আবার আমাদের জমি জহুর আলীকে দিয়ে দিতে বলে। এ অবস্থায় আমরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি।’
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান অভিযোগের পাওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, যদি সামাজিকভাবে শেষ না হয়, তবে আমরা ব্যবস্থা নেব।
নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক মুকুলের ফোনে বারবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।