স্টাফ রিপোর্টার ॥ শহরের খোয়াই মুখ এলাকায় কতিপয় দুর্বৃত্তের হামলায় শের আলী মিয়া (৩৯) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। শের আলী মিয়া মজলিমপুর গ্রামের মৃত লতিফ হোসেনের পুত্র। আহত সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শের আলী খোয়াই মুখ এলাকায় গেলে উমেদনগর এলাকার হেফাজুল ও সুলতান মাহমুদপুর এলাকার আক্তার মিয়া সহ ৪/৫ জন তার উপর হামলা চালায়।