স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার উত্তর বরাক গ্রামে আরমান আহমেদ (৫) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। কেউ বলছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে, আবার কেউ বলছে হত্যা করা হয়েছে। এ নিয়ে চলছে গুঞ্জন। তবে পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। সে জগদীশপুর ইউনিয়নের ওই গ্রামের মনির হোসেনের পুত্র ও স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে আরমানের মা তাকে বাড়িতে রেখে পাশের দোকানে বিস্কুট আনতে যান। ফিরে এসে দেখেন আরমান নিখোঁজ। এ বিষয়ে মাইকিং করা হয়। কিন্তু হদিস মিলেনি। বিকেলের দিকে তার চাচা আরমানের বাড়ির পাশের পুকুর থেকে লাশ তোলেন। পরে মাধবপুর থানায় খবর দিলে সহকারি পুলিশ সুপার নাজিম উদ্দিন, ওসি ইকবাল হোসেন ও এসআই আবুল কাসেম ঘটনাস্থলে পৌঁছে খবরাখবর নেন। পরে বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়ায় লাশের সুরতহাল তৈরি করে শনিবার সকালে মর্গে প্রেরণ করা হয়। ওসি জানান, তদন্ত চলছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।