চুনারুঘাট প্রতিনিধি ॥ ভয়াবহ অগ্নিকান্ডে গবাদি পশু, মোটরবাইক, বাইসাইকেল সহ ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে চা বাগানের মহিলা শ্রমিকনেত্রীর। ১৮ সেপ্টেম্বর ভোর রাতে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা বাগান এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডের কারন জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৮ সেপ্টেম্বর ভোর অগ্নিকান্ডের সুত্রপাত হয় ইউপি সদস্য, চা শ্রমিক নেতা বিজলা কানুর বসতঘরে। এ সময় পরিবারের সদস্যরা ঘুমে ছিলেন। আগুনের লেলিহান শিখা বিজলা কানুর স্বামী হরিশংকর কানুর শরীরে এসে আঘাত করলে তিনি আগুন আগুন বলে শোর চিৎকার শুরু করেন। এতে পরিবারের সদস্য হতচকিত হয়ে ঘর থেকে বেরিয়ে বাইরে চলে আসেন। আগুনে হরিশংকরের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। আগুনের তীব্রতায় ঘরে থাকা একটি মোটরসাইকেল, ৩টি বাইসাইকেল, ২টি গরু, ৭টি ছাগল, ৪০টি মোরগ, ২০টি হাস, কাপড় দোকানের ১ লাখ টাকার নতুন জামা-কাপড়, ধান-চালসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পূড়ে ছাই হয়ে যায়। পাকা ঘরের টিনের চাল, পাকা ঘরের প্লাস্টারসহ ঘরটির কাঠামো ব্যপক ভাবে নষ্ট হয়ে যায়।
বিজলা কানু বলেন, তিনি এখন সর্বহারা। পড়নের কাপড় ছাড়া কোন কাপড় অবশিষ্ট নেই। খাদ্য সামগ্রীসহ গৃহস্থালী জিনিষপত্রও পুড়ে গেছে।