স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের রাতভর সাড়াশী অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী, চোরসহ বিভিন্ন মামলার পলাতক আসামীদের গ্রেফতার করা হয়েছে। সদর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে শহরতলীর বড় বহুলা গ্রামের মাদক ব্যবসায়ী আলী হোসেনের পুত্র ইলিয়াস মিয়া (২৮), নাতিরাবাদ এলাকার আমজাদ আলীর পুত্র আলাউদ্দিন (২২) এবং অনন্তপুর এলাকার জমির উদ্দিনের পুত্র সোহেল মিয়া (৩৮), দিলু মিয়ার পুত্র সিরাজুল ইসলাম (৩১), তেঘরিয়া ইউনিয়নের রামপুর গ্রামের রমিজ আলীর পুত্র মালেক মিয়া (২৮) কে গ্রেফতার করা হয়। তবে আসামিরা সাংবাদিকদের কাছে নিজেদের নির্দোষ দাবি করে। পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়।