চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ভ্রাম্যমান আদালত এক গাঁজা ব্যবসায়ীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন এবং ৫ মাদক সেবীকে ৫’শ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর এ ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী হচ্ছে উপজেলার ধলাইপাড় গ্রামের মৃত আশরাফ উল্লার ছেলে কাশেম আলী (৬০)। জরিমানা প্রাপ্ত মাদক সেবীরা হচ্ছে উপজেলার হাতুন্ডা (চন্দনার পাড়) গ্রামের হাফিজ উল্লার পুত্র আব্দুল হাই (৩৫), মধ্য নরপতি গ্রামের মৃত আতর আলীর পুত্র মোঃ আব্দুল আহাদ (২৫), পূর্ব নরপতি গ্রামের মৃত আকবর হোসেনের পুত্র আমীর আলী (২৪), ঘরগাঁও (বিলের পাড়) গ্রামের মৃত আশকর মোহাম্মদের পুত্র ছায়েদুল ইসলাম (২৫) ও ছুরতা গ্রামের মৃত মোবারক উল্লার পুত্র আব্দুর রহিম (৪৫)। উল্লেখ্য যে, সাজাপ্রাপ্ত কাশেম আলীকে তার নিজ বশত ঘর হতে ১ কেজি ৭’শ ৩৪ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। জরিমানা প্রাপ্ত মাদক সেবীদেরকে উপজেলার মুড়ারবন্দ মাজার থেকে আটক করা হয়।