মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ‘সবাই হবো সাক্ষর আর দক্ষ, একুশ শতকে এই আমার লক্ষ্য’ এই শ্লোগানকে সামনে রেখে বানিয়াচঙ্গে পালিত হল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১৩। এ উপলক্ষ্যে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়। সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফিউল আলম’র নেতৃত্বে একটি র্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম ছফিউল্লা সরকারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ইউএনও মোঃ সফিউল আলম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহাদাত হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মিহির লাল আর্চ্যায্য, আরডিও নাজমুল হক, সমাজসেবা অফিসার মোঃ জালাল উদ্দিন, ইউসিও সুবাস চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মোঃ কুতুব উদ্দিন, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ।