আবুল হোসেন সবুজ, থেকে ॥ আমাদের পাশ্বর্বতী দেশ ভারত পেয়াঁজ রপ্তানী বন্ধ ঘোষনার কয়েক ঘন্টার মধ্যেই কতিপয় অসাধু ব্যবসায়ীরা পেয়াঁজের দাম আড়াই/তিন গুন বৃদ্ধি করে দিয়েছে। এতে করে হঠাৎ নিম্ন আয়ের মানুষ জন পড়েছে বিপদে। সরকার দেশে প্রচুর পরিমাণ পেয়াঁজ মজুদ রয়েছে বলে জানালেও মূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলার চৌমুহনী মনতলা কাশিমনগর ধর্মঘর সহ বেশ কয়েকটি বাজার ঘুরে পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি লক্ষ করা যায়। এসব বাজারের খুচরা দোকান গুলোতে স্থান ভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৮০ টাকায়। আবার কোথাও কোথাও খুচরা দোকানদাররা জানিয়ে দিচ্ছেন রাত থেকে ১০০ টাকা কেজিতেও কিনতে হতে পারে পেঁয়াজ। আবার ফেসবুকের মাধ্যমে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট দিতে দেখা যাচ্ছে। মাধবপুর থেকে সাংবাদিকআলাউদ্দিন আল রনি জানান মাধবপুর বাজারে ৭৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। ছাতিয়ান থেকে সাংবাদিক জামাল মোঃ আবু নাসের জানান ছাতিয়াইন বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এবং ব্যবসায়ীরা আকার-ইঙ্গিতে হাবভাবে বুঝিয়ে দিচ্ছেন পেঁয়াজের মূল্য আরো বৃদ্ধি পাবে। মাধবপুর থেকে পেঁয়াজের আড়তদার পলাশ মিয়া জানান তার গোডাউনের সমস্ত পিয়াজ রাতেই স্থানীয় খুচরা ব্যবসায়ীরা নিয়ে গেছেন। তিনি ৩৮ টাকা কেজি দরে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেছেন বলেও জানান। এর প্রেক্ষিতে নিম্নআয়ের মানুষের সঙ্গে কথা বলে পাওয়া গেল বিরূপ প্রতিক্রিয়া। তাদের কয়েকজন জানান বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তারা আছেন মহাবিপদে তারপর পিয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মরার উপর খরার ঘা এর মতই। নিম্নআয়ের ইউনুস মিয়া জানান এমনিতেই সদাই করা কমিয়ে দিয়েছি এখন আবার পিয়াজ ছাড়াই তরকারি খেতে হবে। আব্দুর রশিদ জানান আগেও পেঁয়াজ ছাড়া তরকারি খেয়েছি এখনো খেতে হবে। এ অবস্থায় নিম্নআয়ের মানুষজনকে দ্রব্যমূল্যের নিরাপত্তা দিতে স্থানীয় প্রশাসনের প্রতি জোরদাবি জানিয়েছেন তারা। অসাধু ব্যবসায়ী কর্তিক মাধবপুরের বিভিন্ন বাজারে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয় নিয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাস্তারান এর সঙ্গে যোগাযোগ করলে জানান এসিল্যান্ড আয়েশা আক্তার পেঁয়াজের মূল্য বৃদ্ধির বিষয়ে বাজার মনিটরিং এ আছেন যেখানেই অনিয়ম সেখানেই ব্যবস্থা নেয়া হবে।