রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

আজমিরীগঞ্জ বিরাট কুশিয়ারা গুচ্ছ গ্রামের পুকুরের মাছ চুরির ঘটনা তদন্ত শুরু

  • আপডেট টাইম সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৬৮ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিরাট কুশিয়ারা গুচ্ছ গ্রামের সরকারী পুকুর থেকে প্রায় লক্ষাধিক টাকার মাছ ধরে বিক্রয় করে দিয়েছেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আলী প্রশাসন চোখঁ ফাকি দিয়ে।
মাছ ধরে বিক্রয়ের ব্যাপারে দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হলে উপজেলা প্রশাসন গতকাল রবিবার বিকাল ৩ টার সময় অভিযুক্ত উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মোহাম্মদ আলীর বিরুদ্ধে তদন্তের জন্য বিরাট কুশিয়ারা গুচ্ছ গ্রামের প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ঘটনা স্থল পরিদর্শন করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাস। তদন্তের সময় গুচ্ছ গ্রামের নারী পুরুষ সহ শতাধিক মানুষ পি আই ও মোহাম্মদ আলীর মাছ চুরির বিষয়ে সাক্ষ্য দেন। এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার উত্তম কুমার দাস সাংবাদিকদের জানায় মাছ ধরার ঘটনার সততা পেয়েছি, তদন্ত চলছে অভিযুক্তদের বিরুদ্ধে।
উল্লেখ্য, সদর ইউনিয়নে বিরাট কুশিয়ারা গুচ্ছ গ্রাম নির্মানের সময় প্রায় দেড় একর জায়গায় একটি পুকুর নির্মান করা হয়, বর্তমান মৌসুমে অকাল বন্যায় পুকুর টি ডুবে যায়, উক্ত পুকুরে গুচ্ছ গ্রামের অসহায় বসবাস কারী পরিবার মিলে মাছ আটকানোর জন্য কাটা দিয়ে রাখেন। এতে লোভ পড়ে উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা পিআইও মোহাম্মদ আলীর। তিনি এলাকার জেলেদের দিয়ে গতকাল শুক্রবার সারা রাত্র পুকুরে জাল দিয়ে মাছ ধরেন। এতে গুচ্ছ গ্রামের বাসিন্দারা বাধা দিলেও তাতে কোন কর্ণপাত করেননি পিআইও মোহাম্মদ আলী। তখন পিআইও মোহাম্মদ আলী বলেন উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তিনি মাছ ধরছেন। এ বিষয়ে এলাকাবাসী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী ভূমি কর্মকর্তা উত্তম কুমার দাসের সাথে যোগাযোগ করলে তিনি জানায় মাছ ধরার বিষয়ে আমাকে বলেনি পিআইও। এ ব্যপারে এলাকায় ক্ষোভ দেখা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com