স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা করাতে এসে টমটমের চাকায় শাড়ি পেঁচিয়ে জবেদা বেমন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত জবেদা বেগম সুনামগঞ্জের শাল্লা উপজেলার কান্দিগাঁও গ্রামের লাবু মিয়ার স্ত্রী। শনিবার দুপুরে পৌর এলাকার শনিরআখড়া মেইন রোডে এ দূর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জবেদা বেগম ও তার এক আত্মীয় শনিবার সকালে ডাক্তার দেখানে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আসেন। ডাক্তার দেখিয়ে ফিরে যাওয়ার পথে টমটমের চাকায় তার শাড়ির আঁচল পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। উপস্থিত জনতা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই নাজমুল হক লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেন।