ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ-আউশকান্দি সড়কের সালামতপুর থেকে মোঃ খালেদ আহমদ (২৮) নামের এক যুবককে ৪শ পিস ইয়াবসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর হবিগঞ্জ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় তাকে সালামপুর থেকে গ্রেফতার করেন। সূত্রে জানা যায়-নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের হালিতলা গ্রামের মোঃ নছর উদ্দিনের পুত্র খালেদকে ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ৪’শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান।