স্টাফ রিপোর্টার ॥ মহান জাতীয় সংসদে বাংলাদেশের সপ্তম ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন বিল-২০২০’ পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে জেলা যুবলীগ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক কর্মীসভায় এই কৃতজ্ঞতা জানানো হয়। জেলা যুবলীগের সহ সভাপতি সজল চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদের পরিচালনায় সভায় বক্তারা বলেন, নিউফিল্ডের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি আবু জাহির এর দাবির পরিপ্রেক্ষিতে হবিগঞ্জে মেডিক্যাল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, বাল্লা ¯’লবন্দর ও শায়েস্তাগঞ্জকে উপজেলা রূপান্তরের প্রতিশ্রুতি দেন। জাতির জনকের কন্যা তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। আর এসবের পেছনে অকান্ত প্রচেষ্টা চালিয়েছেন এমপি আবু জাহির। তাই আমরা হবিগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি আবু জাহির এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি হাজী সামছু, কাউন্সিলর গৌতম কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, প্রচার সম্পাদক বিপুল রায়, ফরিদ হাসান, শাহ আলম সিদ্দিকী, রুহুল আমীন সিজিল, সমাজ কল্যাণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, কৃষি বিষয়ক সম্পাদক শাহরিয়া চৌধুরী সুমন, সহ সম্পাদক মোঃ ফারুক মিয়া, শাহ দরাজ, সহ দপ্তর সম্পাদক দ্রুব জ্যোতি দাশ টিটু, পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন খান, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছাব্বির আহমেদ রনি, মাহবুবুর রহমান মোহন প্রমুখ। কর্মী সভায় বিভিন্ন ইউনিটের শতাধিক যুবলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।