মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে দারুন নাশাতের মেধাবী ছাত্র সি.এম জুলকার নায়েন রিমন এবং মোহাম্মদ আয়ূব আলী ৬ মাসে পবিত্র কুরআনুল কারীম হিফজ সম্পন্ন করায় দারুন নাশাতের পক্ষ থেকে তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় দারুন নাশাত মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুন নাশাতের ডিরেক্টও ও দারুল কোরআন মাদ্রাসার প্রধান পরিচালক মুফতি জুনাইয়েদ আহমদ। দারুন নাশাতের পরিচালক হাফেজ মাওলানা মুফতি মোঃ হামিদুর রহমান চৌধুরী সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল বাছিত আজাদ। দারুন নাশাতের ডিরেক্টরদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুল হালীম নোমানী আল আজহারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দাল হোসেন খান, মাওলানা মুখলিছুর রহমান, হাজি¦ ফরিদ উল্বা, মাওলানা সাজ্জাদুর রহমান, ইকবাল হোসেন, ক্বারী কমর উদ্দিন, মুফতি আব্দুল কাউয়ুম প্রমুখ। পরে মেধাবী দুই ক্ষুদে হাফেজ সি.এম জুলকার নায়েন রিমন এবং মোহাম্মদ আয়ূব আলীকে দারুন নাশাতের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা, মূল্যবান উপহার সামগ্রী এবং সম্মাননা ক্রেষ্ট তুলেদেন দারুন নাশাতের ডিরেক্টরবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। ক্ষুদে হাফেজদের অভিভাবকদ্বয়কেও দারুন নাশাতের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য, গত ২০১৯ইং সালে এই প্রতিষ্ঠান থেকে মোঃ মোসাদ্দিক আহমদ নামে একজন শিক্ষার্থী ৮ মাসে হিফজ সম্পন্ন করার পর তাকেও পুরস্কিত করেছিল দারুন নাশাত কর্তৃপক্ষ।