স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৬নং রাজিউড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য জিল্লুর রহমানের সাময়িক বহিস্কারাদেশ স্থগিত করা হয়েছে। সুপ্রীম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হক এর বেঞ্চ গত ২৪ আগষ্ট এ আদেশ প্রদান করেন। সদস্য জিল্লুর রহমানের পক্ষে এডভোকেট এস এম জাহাঙ্গীর আলম রিট পিটিশনটি দায়ের করেন।
উল্লেখ্য, গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে রাজিউড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য জিল্লুর রহমানকে সাময়িক বহিস্কার করা হয়।