নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মৃত গয়াস উদ্দিনের স্ত্রী ও ইনাতগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রুবেল আহমেদের মাতা আমেনা বেগম ইন্তকাল করেছেন। ( ইন্নালিল্লা….. রাজিউন)। মৃত্যুকালে তা বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ১ছেলে ১ মেয়েসহ আত্মীয় স্বজন রেখে গেছেন।
বুধবার বেলা আড়াইটায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নিজ বাড়ীতে ইন্তকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত মরণব্যাধী ক্যান্সার রোগে ভুগছিলেন। বুধবার বিকেল ৫টা ১৫ মিনিটে ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে গ্রাম্য কবরস্থানে তাকে দাফন করা হয়।