স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল ইসলাম সোহেল ও সদস্য জুয়েল চৌধুরীর উপর মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন এক বিবৃতিতে এ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ফোরাম নেতৃবৃন্দ অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানান এবং সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে খুঁজে বের করার আহবান জানান। অন্যথায় জেলা সাংবাদিক ফোরাম বিভিন্ন কর্মসূচি পালন করবে।