প্রেস বিজ্ঞপ্তি ॥ “একটি পরিবার থেকে পুরো দেশ, মাদকমুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক নতুন মোটিভেশন উদ্যোগ “হবিগঞ্জের চা বাগানে, মাদকমুক্ত পরিবারের সন্ধানে”।
গতকাল ৮ সেপ্টেম্বর চাঁনপুর ও রামগঙ্গা চা-বাগান থেকে শুরু হলো এই মোটিভেশনাল কর্মসূচি। হবিগঞ্জ জেলার ২০টির অধিক চা-বাগানে এই কর্মসূচি পরিচালিত হবে। এ সময় মাদকমুক্ত পরিবারের সদস্যদের মাঝে শুভেচ্ছা স্মারক ও ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ দেয়া হয়। এ সকল পরিবার থেকে অন্যরা উদ্বুদ্ধ হবে।