স্টাফ রিপোর্টার ॥ বিজিবি-৫৫ ব্যাটালিয়ান এর কার্যক্রম ইতিমধ্যেই সর্বসাধারনের প্রশংসা অর্জনে সক্ষম হয়েছে বলে মন্তব্য করছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ করে হবিগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অতন্দ্র প্রহরীর যথাযথ ভুমিকায় বিজিবি সক্ষম। গতকাল ধুলিয়াখাল নামক স্থানে নবাগত বিজিবি’র ব্যাটালিয়ানের সদর মাঠে জব্দকৃত ভারতীয় চোরাই চা পাতা ধ্বংশ অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ও সুধীবৃন্দের বক্তব্যে এর সমর্থন পাওয়া যায়। প্রায় ৬৮ লক্ষ ১৩ হাজার ১শ টাকা মূল্যের ২৫ টন চা পাতা ফেব্রুয়ারী হতে ১২ আগস্ট পর্যন্ত সময়ে বিজিবি’র হাতে জব্দ হয়। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কাস্টম যুগ্ম কমিশনার মোঃ নিজাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, জেলা প্রশাসনের প্রতিনিধি মিল্টন চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভুমি) চুনারুঘাট কাস্টম এর প্রতিনিধি মোঃ আঃ আহাদ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেনসহ চুনারুঘাট ও মাধবপুর প্রেসক্লাব এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক তার বক্তৃতায় বলেন, শুধু সীমান্ত চোরাচালান নয়, জেলার অভ্যান্তরেও সকল প্রকার চোরাচালান, দুর্নীতি, বালু পাচার, গাছ পাচারের মত অপরাধীদের ব্যাপারেও বিজিবি সদস্যদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান। এ ব্যাপারে জেলা প্রশাসন তাদের পাশে থাকবে। চা পাতা ধ্বংশের অনুষ্ঠানকে সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে সম্পাদনের জন্য বিজিবি-৫৫ ব্যাটালিয়ন এর অধিনায়ক কর্নেল সামিউন্নবী চৌধুরীর ব্যবস্থাপনা ছিল প্রশংসনীয়।