স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মেসার্স এসএন অটো রাইচ মিলে স্বত্ত্বাধিকারী শংকর পাল সিলেট বিভাগের অটো রাইছ মিল মালিক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছে। গতকাল সোমবার সিলেটের মিরা গার্ডেল হোটেল এ বিশিষ্ট ব্যবসায়ী শংকর পালের সভাপতিত্বে এবং সাব্বির আহমেদের পরিচালনায় সিলেট বিভাগের অটো-রাইছ মিল মালিকদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, রোজিনা অটো রাইছ মিলের স্বত্ত্বাধিকারী মহানুর রশীদ, ফাইম অটো রাইছ মিলের মোঃ মকসুদ আলী, হাজী তসক অটো রাইছ মিল আতপ এর আমিনূর রহমান, সততা অটো রাইছ মিলের স্বত্ত্বাধিকারী আব্দুল ওয়াহিদ, রাইয়ান এন্ড ফাইজা অটো রাইছ মিলের রকনুজ্জামান, জাহাঙ্গীর আলম, মেঘনা ও নূরানী অটো রাইছ মিলের মোঃ শফিকুল ইসলাম, হক অটো ড্রায়ার রাইছ মিলের আব্দুল আজিজ নানু, মেসার্স মানহা অটো রাইছ মিলের মোঃ মোশাররফ হোসেন, কেবিএন্ড ইন্ডাস্ট্রিজ লিঃ এর শাব্বির এ চৌধুরী, খালেদ অটো রাইছ মিলের খালেদ আহমদ, রমনি অটো রাইছ মিলের মৃনাল সিংহ, হাজী আব্দুল মতলিব অটো রাইছ মিলের আশাদুজ্জামান প্রমূখ। এছাড়াও সভায় বৃহত্তর সিলেট বিভাগের সকল অটো-রাইছ মিল মালিকগন উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে মেসার্স এসএন অটো রাইছ মিলে স্বত্ত্বাধিকারী শংকর পাল সভাপতি, সিলেটের শাব্বির এ চৌধুরীকে সহ-সভাপতি, সিলেটের শাহপরান অটো-রাইচ মিলের স্বত্ত্বাধিকারী মোঃ সাব্বির আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন-সহ-সাধারণ সম্পাদক মহানুর রশিদ, অর্থ সম্পাদক আসাদুজ্জামান রনি, দপ্তর ও প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, সংস্কৃতি ও সমাজ কল্যাণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী।