স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরে মনির মিয়া (২০) নামে এক মাদক পাচারকারীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলার সহকারি কমিশনার ভূমি আয়েশা আক্তার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় প্রদান করেন। মনির বাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। সোমবার সকালে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এ.এস.আই গোলাম মোস্তফা উপজেলার হরষপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে ২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ গ্রেফতার করে।