স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক লোকালয় বার্তার সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল এর শ^াশুড়ি ও লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী মাসুম ঘুরির মাতা সৈয়দা সুরাইয়া খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বেলা ২টায় নিজ বাড়ীতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। জানা যায়, গত রবিবার রাত ১২টা ৩০ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মরহুমার বাড়ি নবীগঞ্জ উপজেলার দিনারপুরের আইনগাঁও গ্রামে। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে।