রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার শাহজাহান ইউনিয়নের পরামান্দপুর এলাকা থেকে গতকাল রোববার সকালে উদ্ধারকৃত অজ্ঞান অবস্থায় অজ্ঞাত যুবক (১৮) চিকিৎসাধীন অবস্থায় রাতে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে মারা গেছে। শাহজাহানপুর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য কমলা বেগম জানান, গতকাল রোববার ভোরে স্থানীয় লোকজন ইটাখোলা-তেলিয়াপাড়া রেল লাইনের পাশে পরামান্দপুর এলাকায় ওই যুবককে প্রায় অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে তাকে খবর দেয়। পরে তিনি তাকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে এনে ভর্তি করেন। ওই সময় যুবকটি ইশরায় তাকে বাচাঁনোর জন্য আকুতি জানায়। তবে নাম-ঠিকানা বলতে পারেনি। মাধবপুর হাসপাতালের আর.এম.ও ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর জানান-চিকিৎসাধীন অবস্থায় ছেলেটি রাত প্রায় সাড়ে ৯টার দিকে মারা যায়। খবর পেয়ে মাধবপুর থানার এসআই আজমী লাশ উদ্ধার করেন।