স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখাল বাইপাস রোডে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোশাহিদ মিয়া নামে (৩৬) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধুলিয়াখাল তেমুনিয়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত মোশাহিদ মিয়া সদর উপজেলার সৈয়দপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। সে হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নৈশ প্রহরি হিসেবে কর্মরত ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে মোটরসাইকলযোগে রওনা দেন মোশাহিদ মিয়া। পথিমধ্যে ধুলিয়াখাল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জ-সিলেট বিরতীহিনের একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোশাহিদ মিয়া নিহত হন।
দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থহলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে।