স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বারের সিনিয়র আইনজীবী মোঃ নজরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল রবিবার সংবাদ পত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় জি কে গউছ বলেন, এডভোকেট নজরুল ইসলাম ছিলেন সদা হাস্য উজ্জল একজন সাদা মনের মানুষ, মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।