মোঃ রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার, প্রদশর্নী ও মেলা অনুষ্টিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেগম নাজমা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদিন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, বিসিএসআইআর’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ নাসিমা বেগম। সহকারী কমিশনার (ভূমি) মোঃ সফিউল্লাহর পরিচালনায় বায়োগ্যাস, উন্নত চুলা, সৌর শক্তি, পানি বিশুদ্ধকরণ, অংকুরিত শিশু খাদ্য, ভেষজ উদ্ভিদের ব্যবহার, কৃষিতে টিন্স্যু কালচার লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণের উপর বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন জ্বালানি গবেষনা প্রতিষ্ঠানের (বিসিএসআইআর’র) উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ সানজিদা, ডঃ আহসান কবির, ডঃ আহসান উল্লাহ আসাদ, ডঃ সাইফুল ইসলাম। পরে প্রধান অতিথি উপজেলা চত্বরে ২ দিন ব্যাপি বৈজ্ঞানিক ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন।