নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে গভীর রাতে প্রেমিকার সাথে অসামাজিক কাজে লিপ্তকালে জনতা প্রেমিক মাহবুব (২৭)কে পাকাড়াও পুলিশে সোপর্দ করেছেন।
জানা যায়, বানিয়াচঙ্গ শরীফখানী গ্রামের মাহবুব শনিবার দিবাগত মধ্যরাতে একই উপজেলার গরীব হুসেন মহল্লার এসএসসি পাশ প্রেমিকার বাড়ির রান্না ঘরে অসামাজিক কাজে লিপ্ত হয়। ঘটনাটি আচ করতে পেরে রাত সাড়ে ১২ টার দিকে স্থানীয় লোকজন প্রেমিক যুগলকে আটক করে। এ সময় প্রেমিক মাহবুবের পরিবার মেয়েটিকে বিয়ে করাতে রাজি না হওয়ায় এলাকাবাসী প্রেমিক মাহবুবকে পুলিশে সোপর্দ করেন।