বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত হবিগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা আহমেদ আলী মুকিব ॥ ফ্যাসিস্ট শেখ হাসিনা সব ধ্বংস করে দিয়েছে নবীগঞ্জে কনকর্ড প্রগতী কনসোর্টিয়াম লিমিটেডের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ঢাকা গাউছিয়ায় ভুবেন মিলে দূর্ঘটনায় নবীগঞ্জের যুবক শেখ দিলাবর রহমান মৃত্যুর সাথে লড়াই করছে নবীগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন চুনারুঘাটের গাজীপুরের ডুলনা গ্রামে শীতবস্ত্র বিতরণ ও চক্ষু শিবির অনুষ্ঠিত ওয়েডিং ফটোগ্রাফার’স অব হবিগঞ্জের কমিটি গঠন শহরে আমোদ ফূর্তিকালে জনতার হাতে যুবক-যুবতী আটক বাহুবলের আকিজ কোম্পানীতে গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ৪ মাধবপুরে দেড় মণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ব্রিটেন টাওয়ার হ্যামলেটসে মেয়রসহ ৬ বাংলাদেশী নির্বাচিত

  • আপডেট টাইম সোমবার, ২৬ মে, ২০১৪
  • ৪৩১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ব্রিটেনের টাওয়ার হ্যামলেটস নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন সিলেটের লুৎফুর রহমান। এ ছাড়া তার পরিষদে স্থান পেয়েছেন আরও ৫ বাংলাদেশী। তারা সবাই সিলেটের সন্তান। এরা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তারা নির্বাচিত হওয়ায় ব্রিটেনে অবস্থানরত প্রবাসী বাঙালিদের মধ্যে আনন্দের বন্য বয়ে যাচ্ছে। খুশির জোয়ার বইছে সিলেটেও।
জানা গেছে, বৃহস্পতিবার ব্রিটেনের টাওয়ার হ্যামলেটস নির্বাচনে মেয়র নির্বাচিত হন লুৎফুর রহমান। এ ছাড়া কাউন্সিলর হিসেবে শেখ সিরাজুল ইসলাম, মো. আয়াছ মিয়া, আবদুল মালিক, শাহ আলম ও আয়েশা চৌধুরী রাকি নির্বাচিত হন। প্রায় দেড় যুগ ধরে ব্রিটেনের টাওয়ার হ্যামলেটস বাংলাদেশীরা ধারাবাহিকভাবে নির্বাচিত হয়ে আসছেন।
লুৎফুর রহমান ঃ টানা দ্বিতীয় বারের মতো টাওয়ার হ্যামলেটসের মেয়র পদে প্রায় ৩ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন লুৎফুর রহমান। এর আগে ২০১০ সালেও একই মুকুট মাথায় পরেছিলেন তিনি। সরাসরি ভোটে টাওয়ার হ্যামলেটসের প্রথম মেয়র নির্বাচিত হয়ে সেই সময় তিনি ইতিহাস গড়ে ছিলেন। এবার নির্বাচনে তিনি ৩৭ হাজার ৩৯৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির জন বিগস পেয়েছেন প্রায় ৩৪ হাজার ১৪৩ ভোট। মেয়র লুৎফুর রহমান সিলেটের ওসমানী নগর থানার সিকন্দরপুর গ্রামের বাসিন্দা। পেশায় আইনজীবী লুৎফুর রহমানের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের সম্পর্ক সেই শৈশব থেকেই। যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার পর থেকেই টাওয়ার হ্যামলেটসই তার ঠিকানা। ওখানকার ম্যানর প্রাইমারি স্কুল থেকে তার পড়ালেখার প্রথম পাঠ। এরপর বেথনাল গ্রিনের জুনিয়র স্কুল ও বো স্কুলে অধ্যয়ন শেষে লুৎফুর আইন বিষয়ে পড়তে ভর্তি হন লন্ডন সিটি ইউনিভার্সিটিতে।
শেখ সিরাজুল ইসলাম ঃ শেখ সিরাজুল ইসলাম যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট মেট্রো বরো ওয়ার্ড থেকে লেবার পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে তৃতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের উত্তর ধর্মদা গ্রামের জন্মগ্রহণ করেন।
মো. আয়াছ মিয়া ঃ মো. আয়াছ মিয়া একই সিটির স্টেপনি গ্রিন ওয়ার্ড থেকে লেবার পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে প্রথম বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। তিনি বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ধরারাই গ্রামের প্রবাসী আবুল হোসেনের দ্বিতীয় ছেলে।
আবদুল মালিক ঃ আবদুল মালিক ওন্ডহাম মেট্রো বরো ওয়ার্ড থেকে লেবার পার্টির মনোনয়ন নিয়ে দ্বিতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। তিনি বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের করপাড়া গ্রামের আবদুল ওয়াহিদের ছেলে।
আয়েশা চৌধুরী রাকি ঃ আয়েশা চৌধুরী রাকি যুক্তরাজ্যে নিউহামের বেক্টন ওয়ার্ড থেকে লেবার পার্টির মনোনয়ন নিয়ে তৃতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সর্দার পাড়া গ্রামের মৃত আবদুল লতিফের মেয়ে।
শাহ আলম ঃ লন্ডনের টাওয়ার হ্যামলেটস নির্বাচনে মাইল ইন্ড ওয়ার্ডে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের ছাতকের শাহ আলম। তিনি ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরগোবিন্দ গ্রামের ময়না মিয়ার ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com