স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুরে জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল ২৮ আগষ্ট নিহত জাহাঙ্গীরের স্ত্রী রোজিনা বাদি হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। মামলার প্রধান আসামি হলো আজমিরীগঞ্জ উপজেলা সদরের নগর গ্রামের আব্দুল আহাদের পুত্র সুমন মিয়া (২২)। এ ছাড়া অজ্ঞাত দুইজন। মামলার বিবরণে জানা যায়, গত ২৬ আগষ্ট ৫শ টাকা পাওনা নিয়ে সুমন মোহনপুর এলাকার আব্দুল মন্নাফের পুত্র জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনার পরপরই পুলিশ ছুরিসহ সুমনকে আটক করে।