প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যাটারিচালিত অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদান, প্লেইট প্রদানের পূর্বে রিক্সা আটকানো বন্ধ রাখা, শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ সহ ৭ দফা দাবিতে আজ দুপুর ২টায় পুরান মুন্সেফী অস্থায়ী কার্যালয়ে অটোরিক্সা শ্রমিক আন্দোলন ও বাংলাদেশ শ্রমিক কর্মচারি ফেডারেশন হবিগঞ্জ জেলার উদ্যোগে এক পরামর্শ সভার আয়োজন করা হয়। শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার আহবায়ক শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন-আন্দোলনের সংগঠক আব্দুল কাইয়ুম, আব্দুর রহমান, মস্তো মিয়া, ব্যবসায়ী রাইমুল ইসলাম চৌধুরী, আব্দুল বারিক, আব্দুল জব্বার, ছায়েদ আলী, আব্দুল জাহির, ছালেক মিয়া, সোহেল মিয়া, তৌহিদ মিয়া, শংকর শুকবৈদ্য, আলমগীর মিয়া, শিজিল মিয়া, লিটন মিয়া, ভিংরাজ মিয়া, মোজাম্মেল হক, মহসিন মিয়া, আলাউদ্দিন মিয়া, মিজান মিয়া, ইদু মিয়া, নূর আলম, নিজাম উদ্দিন, মাসুক মিয়া, জান্টু ও সুমন প্রমুখ।
পরামর্শ সভায় আগামী ১০ দিন ৭ দফার দাবিতে গণসংযোগ ও পথসভা এবং পরবর্তী ১০ দিন মিছিল সমাবেশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।