প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শনিবার রোটার্যাক্ট ক্লাব অব হবিগঞ্জের আয়োজনে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (হবিগঞ্জে পিটিআই)-এ বৃক্ষরোপণ ও বিতরন কর্মসূচি” সেইভ দা গ্রীন” অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন প্রজাতির ঔষধি, ফলজ এবং বনজ গাছের চারা রোপণ এবং বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলে পিটিআই হবিগঞ্জের সুপারিন্টেন্ডেন্ট রওশন আরা খাতুন, ইন্সট্রাক্টর উত্তম কুমার দাস, রোটারি ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট তোফায়েল হোসেন কামাল, সেক্রেটারি শুভজিত দেব শাওন পিএইচএফ, রোটারিয়ান দিবাকর পাল পিএইচএফ, রোটার?্যাক্ট ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট অন্তু দেব, সেক্রেটারি আবুল বাশার তুশার, আইপিপি শেখ সুলতান মাহমুদ কাওসার, পিপি সজীব চন্দ্র গোপ, পিপি অজয় কুমার কর তপু, সৈকত দাস, অনিক সরকার, পিনাক চক্রবর্তী, ইন্টার?্যক্ট ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট সারোয়ার হাসান নাহিদ। প্রোগ্রামটির চেয়ারম্যান ছিলেন রোটা জয়নাল আবেদিন।