স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার চান্দেও মহল্লা গ্রামের নাজু আক্তার (২৮) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের ফয়সল মিয়ার স্ত্রী। গতকাল শনিবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে সে বিষপান করে ছটফট করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে। বিষপানের কারণ জানা যায়নি।